Header Ads

বিচিত্র সব পেনড্রাইভ

পেনড্রাইভ আবিষ্কার হয় ১৯৯৯ সালে। এম-সিস্টেম নামের কোম্পানি পেনড্রাইভ নামের ছোট্ট বস্তুটি আবিষ্কার করে। পেনড্রাইভ প্রথমদিকে ইউএসবি ড্রাইভ নামে পরিচিত ছিল এবং এর তথ্য সংরক্ষণের ক্ষমতা ছিল মাত্র ৮ মেগাবাইট। এখন ৮ মেগাবাইট পেনড্রাইভের কথা চিন্তা করাও মুশকিল। কারণ, মোবাইল ফোন থেকে ধারণ করা ১ মিনিটের একটি ভিডিও হয় ২০০ মেগাবাইটের বেশি। সময়ের সঙ্গ সঙ্গে উন্নত হয়েছে পেনড্রাইভ। আকৃতিতেও বিশাল পরিবর্তন এসেছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ঘুরে পাওয়া গেল মাইক্রোওয়্যার কোম্পানির মজার কিছু পেনড্রাইভের তথ্য।
হাতি আকৃতি
দেখে প্রথমে সাধারণ খেলনা মনে হতে পারে। তাই বলে বাচ্চাদের হাতে দেওয়া যাবে না। খেলতে খেলতে ফেলে দিলে অথবা পানিতে ডুবালেই নষ্ট হয়ে যেতে পারে পেনড্রাইভটি।
ক্যাপস্যুল আকৃতি
ক্যাপস্যুলের মতো দেখতে হলেও এই ক্যাপস্যুল খাওয়া যাবে না। বাচ্চাদের আশপাশে এই পেনড্রাইভ না রাখাই নিরাপদ।
পিস্তল আকৃতি
ভয় পাওয়ার কিছু নেই। এই পিস্তল দিয়ে গুলি করা যায় না। এটি শুধু তথ্য সংরক্ষণ এবং তথ্য আদান-প্রদান করার কাজে লাগে।
পান্ডা আকৃতি
পান্ডা চীনে বেশ জনপ্রিয় এক প্রাণী। তারই আকৃতিতে তৈরি একটি পেনড্রাইভ এটি, একেও খেলনা ভেবে ভুল করতে পারেন অনেকে।
অগ্নি নির্বাপক যন্ত্র আকৃতি
দেখতে অগ্নি নির্বাপক যন্ত্রের মতো হলেও এটি একটি ইউএসবি পেনড্রাইভ।

No comments

Leave a comment to inspire us.

Powered by Blogger.