প্রথম দেখায় বুঝবেন না,দ্বিতীয় বার দেখতেই হবে।
রাস্তায় চলতে চলতে হঠাৎ কোনো জায়গায় দৃষ্টি আটকে যায় না? মনে হয়, এক ঝলক দেখে যা মনে হয়েছে আসলে তা নয়। এতে অন্য কিছু আছে। এমনটা প্রায়ই হয়। আপনার তা মনে হলে বুঝে নিন, আপনি একা নন।
এখানে বেশ কয়েকটি ছবি দেওয়া হলো। দেখে প্রথমে মনে আসবে এগুলো কিসের ছবি। কিন্তু পর মুহূর্তেই খটকা লাগবে। দ্বিতীয়বার দৃষ্টি দিতেই হবে। এখানে ভিন্ন কিছু আছে। অসাধারণ ছবিগুলো দৃষ্টিভ্রম তৈরি করে। এ কারণেই পরিপূর্ণভাবে বুঝতে হলে দ্বিতীয়বার দেখতেই হবে। দেখুন নিচের ছবিগুলো।
১. দেখে মন হবে তারকাপূর্ণ আকাশ ফুঁড়ে উঠে গেছে একটা গাছ। কিন্তু তারাগুলো যেন গাছটাকে ঢেকে ফেলেছে। কিন্তু আবার দেখুন। পানিতে প্রতিফলনের কারসাজি বুঝতে পারবেন।
রাস্তায় চলতে চলতে হঠাৎ কোনো জায়গায় দৃষ্টি আটকে যায় না? মনে হয়, এক ঝলক দেখে যা মনে হয়েছে আসলে তা নয়। এতে অন্য কিছু আছে। এমনটা প্রায়ই হয়। আপনার তা মনে হলে বুঝে নিন, আপনি একা নন।
এখানে বেশ কয়েকটি ছবি দেওয়া হলো। দেখে প্রথমে মনে আসবে এগুলো কিসের ছবি। কিন্তু পর মুহূর্তেই খটকা লাগবে। দ্বিতীয়বার দৃষ্টি দিতেই হবে। এখানে ভিন্ন কিছু আছে। অসাধারণ ছবিগুলো দৃষ্টিভ্রম তৈরি করে। এ কারণেই পরিপূর্ণভাবে বুঝতে হলে দ্বিতীয়বার দেখতেই হবে। দেখুন নিচের ছবিগুলো।
১. দেখে মন হবে তারকাপূর্ণ আকাশ ফুঁড়ে উঠে গেছে একটা গাছ। কিন্তু তারাগুলো যেন গাছটাকে ঢেকে ফেলেছে। কিন্তু আবার দেখুন। পানিতে প্রতিফলনের কারসাজি বুঝতে পারবেন।
২. দেখে মনে হচ্ছে ভৌতিক ছবির কোনো দৃশ্য। আত্মাগুলোকে যেন কোনো নরকে টেনে নেওয়া হচ্ছে। আসলে এটা লাভা থেকে তৈরি হয়েছে।
৩. মনে হবে মহাশূন্যের গ্রহের ছবি। কিন্তু বিভিন্নভাবে পুড়ে যাওয়া প্যানের তলা ছাড়া আর কিছুই নয়।
৪. দেখে মনে হচ্ছে না যে কোনো অ্যাপার্টমেন্টের অভ্যন্তরটা দেখছেন। আসলে একটা গিটারের ভেতরের চিত্র!
৫. যেন কোনো মহাকাশযান থেকে দেখা হচ্ছে। অথচ একটি গাড়ির ছাদের ছবি।
৬. অ্যান্টিইটার এর একটা পা দেখে মনে হচ্ছে কোনো পান্ডা।
৭. গাড়ির একটা দরজা। কিন্তু দেখে মনে হচ্ছে বনের ওপর ভিনগ্রহের কোনো উড়ন্ত যান।
৮. এ বাড়িতে আগুন লাগেনি। ভৌতিক কিছুও ঘটছে না। জানালার কাঁচে সূর্যাস্তের দৃশ্য।
সুত্রঃ ইন্টারনেট এবং কালের কণ্ঠ।
No comments
Leave a comment to inspire us.