Header Ads

পবিত্র শবে কদর চেনার কিছু আলামত

শবে কদর চেনার কিছু আলামত রয়েছে এসব আলামতের মধ্যেবিশুদ্ধ আলামত হলোকদরের রাতান্তে যখন সকাল হবে,সেদিনকার সূর্যোদয় হবে সাদা হয়ে কিরণহীন অবস্থায় উবায়ইবনে কাব রাযিথেকে সহীহ মুসলিমের এক বর্ণনায় এসেছে,
রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
 আর তার আলামত হলো সেদিনকার সকালের সূর্যোদয় ঘটবেসাদা আকারেযার কোনো কিরণ থাকবে না (মুসলিম)
অবশ্য  আলামতটিও কদরের রাত অতিক্রান্ত হওয়ার পর সকালবেলায় জানা যাবে এর হেকমতও লায়লাতুল কদর অনুসন্ধানেবান্দাদেরকে অধিক পরিশ্রমী করে তোলাএবং যারা  রাতেরফযীলত পাওয়ার জন্য পরিশ্রম করেছে তাদেরকে আনন্দিত করা
হাদীসের বর্ণনা অনুযায়ী সত্যস্বপ্নের মাধ্যমেও লায়লাতুল কদরকবে তার জ্ঞান লাভ করা যেতে পারে ইবনে উমর রাযিথেকেবুখারী  মুসলিমের একটি বর্ণনায় এসেছে তিনি বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কয়েকজন সাহাবীনিদ্রারত অবস্থায় দেখেন যেলায়লাতুল কদর রমজানের শেষসাত দিনের মধ্যে অবস্থিত রাসালুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আমি দেখছি যে তোমাদের স্বপ্ন লায়লাতুল কদররমজানের শেষ সাত দিনে হওয়ার ব্যাপারে এক হয়েছে অতঃপরযে ব্যক্তি লায়লাতুল কদর তালাশ করতে চায় সে যেন এই সাতদিনে তালাশ করে’ (মুসলিম)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লায়লাতুল কদর কবেতা দেখানো হয়েছিল হাদীসে এসেছেরাসুলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম বলেন :
আমাকে লায়লাতুল কদর দেখানো হয়েছিলএরপর তা আমাকেভুলিয়ে দেয়া হয় তাই রমজানের শেষ দশকে বেজোড় (রাতে)তোমরা লায়লাতুল কদর তালাশ করো আর আমি নিজকেদেখেছি পানি  কাদায় সিজদা দিতে (বুখারী

সংক্ষেপে আলামত গুলো :
(রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
(
নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বা শীতের তীব্রতাথাকবে না।
(
মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।
(
সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিকতৃপ্তিবোধ করবে।
(
কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তাজানিয়েও দিতে পারেন।
(
 রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
(
সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবেপূর্ণিমার চাঁদের মত
(সহীহ ইবনু খুযাইমাহ২১৯০বুখারী- ২০২১মুসলিম-৭৬২ নং হাদীস)

No comments

Leave a comment to inspire us.

Powered by Blogger.