আপনার ফেসবুক প্রোফাইলের ছবি রাখুন নিরাপদ,চাইলেও পারবেনা কেউ কপি করতে
একটি সমস্যায় অনেকেই ভুগছেন আর তা হলো-
ফেসবুকের প্রোফাইলই থেকে ছবি কপি করে নিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলছে অজানা কেউ। বিশেষ
করে নারীরা এ সমস্যায় একটু বেশিই পড়েছেন। এজন্য প্রয়োজন প্রোফাইলের ছবির নিরাপত্তা।
আপনি চাইলে আপনার ছবিটি নিরাপদ রাখতে পারবেন যা, চাইলেও কেউ কপি করতে পারবে না।
ফেসবুকে লগইন করে Photo Album -এ প্রবেশ করুন। এরপর আপনাকে Profile Photo Album -এ ক্লিক করতে হবে।যে ছবিটি কপি অযোগ্য করতে চান সেটিতে ক্লিক করে Privacy অপশন থেকে only me করে রাখুন।
এই কাজটি করলে প্রোফাইলের ছবিটি দেখা গেলেও তাতে ক্লিক করলে কাজ করবে না। ফলে নিরাপদে থাকবে আপনার প্রোফাইল ছবিটি। শুধু বন্ধুদের জন্য বা নির্দিষ্ট কিছু বন্ধুদের জন্য ছবিটি বড় করে দেখার সুবিধা রাখতে পারেন। সেটিও করা যাবে Privacy অপশন থেকে।
No comments
Leave a comment to inspire us.