Header Ads

কিভাবে মেমোরি কার্ড থেকে মুছে ফেলা ছবি উদ্ধার করবেন !


আপনার সখের মোবাইল ফোনে এমন অনেক ছবি আছে যেগুলা আপনার কাছে অনেক মূল্যবান। কোনোভাবে যদি আপনার মোবাইলের মেমোরি কার্ড ফরমেট হয়ে যায় তবে তো মাথাই হাত। কি করবেন যখন আপনার মেমোরি কার্ডের ছবি গুলা ভুল বসতো ডিলিট হয়ে যাবে?

প্রথমে  এখান থেকে রিকুভা নামের সফটওয়্যার ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করুন। সফটওয়্যারটি চালু করে প্রদর্শিত তালিকা থেকে Pictures অপশন নির্বাচন করে Next বাটনে ক্লিক করতে হবে। এবার মুছে যাওয়া ছবি যে ফোল্ডার বা স্থানে ছিল নির্বাচন করে আবারও Next বাটনে ক্লিক করলেই সফটওয়্যারটি মেমোরি কার্ড স্ক্যান করে মুছে যাওয়া JPEG ফরমেটের ছবি প্রদর্শন করবে। Switch to advanced mode বাটনে ক্লিক করে অন্যান্য ফরমেটের ছবিও খুঁজে পাওয়া সম্ভব। আপনার হারানো ছবিগুলা নির্বাচন করার পরে Recover বাটনে ক্লিক করুন এর পরে আপনি এই ছবিগুলা কোথাই সেভ করে রাখতে চাচ্ছেন সেটি ব্রাউজ অপশনে যেয়ে থিক করে নেন ব্যাস হয়ে গেলো। এইভাবে খুব সহজে আপনি আপনার হারানো ছবি গুলা ফেরত আনতে পারবেন।
এই সফটওয়্যার টি পিকচার ছাড়া আরও অনেক ধরনের ফাইল রিকভার করতে পারবেন যেমন অডিও ভিডিও গান, দরকারি সফটওয়্যার ইত্যাদি।

Collected from Internet

No comments

Leave a comment to inspire us.

Powered by Blogger.