অনুরোধে চার্ট বানিয়ে দেবে গুগল
অনুরোধে চার্ট বানিয়ে দেবে গুগল
গুগলের স্প্রেডশিট ইতিমধ্যে দরকারি টুল হিসেবে পরিচিতি পেয়েছে। সম্প্রতি গুগল এই স্প্রেডশিট হালনাগাদ করেছে। এতে যুক্ত হয়েছে মেশিন লার্নিং বা কৃত্রিম বুদ্ধিমত্তা।
এখন গুগল স্প্রেডশিট ব্যবহার করে সহজে বিভিন্ন চার্ট বানানোর সুযোগ পাওয়া যাবে। বর্তমানে স্প্রেডশিটের এক্সপ্লোর ফিচার ব্যবহার করে ডেটা বা তথ্যসম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ রয়েছে। এখন এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হওয়ায় স্প্রেডশিট অ্যাপকে দরকারি চার্টের কথা বলা যাবে। অ্যাপ নির্দেশ মোতাবেক চার্ট তৈরি করে হাজির করবে।
গুগল এক ব্লগ পোস্টে জানিয়েছে, নিজে চার্ট তৈরির পরিবর্তে এক্সপ্লোরকে বললে স্বয়ংক্রিয় চার্ট তৈরি করে হাজির করবে। এতে চার্ট তৈরিতে সময় কম লাগবে। এ ছাড়া শিট থেকে ডক বা স্লাইডে ডেটা কপি-পেস্ট করার সুবিধা যুক্ত হয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন।
গুগল এক ব্লগ পোস্টে জানিয়েছে, নিজে চার্ট তৈরির পরিবর্তে এক্সপ্লোরকে বললে স্বয়ংক্রিয় চার্ট তৈরি করে হাজির করবে। এতে চার্ট তৈরিতে সময় কম লাগবে। এ ছাড়া শিট থেকে ডক বা স্লাইডে ডেটা কপি-পেস্ট করার সুবিধা যুক্ত হয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন।
তথ্যসূত্র: এনডিটিভি।
No comments
Leave a comment to inspire us.