Header Ads

অদ্ভূত ২০ ওয়েবসাইট



প্রয়েজনীয় তথ্য বা সেবার জন্য ইন্টারনেটে প্রতিদিন আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে থাকি।
২০১২ সালের একটি জরিপ অনুযায়ী, ইন্টারনেটে সেসময় ৬৩৪ মিলিয়নেরও বেশি ওয়েবসাইট ছিল। আর এখন তো এ সংখ্যাটা অগনিত। আজ আপনাদের এমন ২০টি ওয়েবসাইট সম্পর্কে জানাবো, যা আপনাকে আনন্দ দেবে এবং আপনাকে বলতে বাধ্য করবে এটা কি ছিল!
১. zombo.com
যদি আপনি আফ্রিকান কথা পছন্দ করে থাকেন তবে, ওয়েবসাইটটিতে নিজের অভ্যর্থনার জন্য প্রস্তুত হয়ে থাকেন, তাহলে নিজ দায়িত্বে একবার zombo.com এ ক্লিক করেই দেখুন।
কি মনে হয়, এই ওয়েবসাইট আপনাকে জানাবে কবে ক্রিসমাস? আসলেই কি তাই? ভিজিট করেই দেখুন।
এই ওয়েবসাইট আই কিউ টেস্ট এর ব্যবস্থা রেখেছে। কিন্তু সাবধান, আপনি তা সঠিক ভেবে সমাধান করতে গেলে বোকা বনে যাবেন।
এই সাইটটি ভবিষ্যতের খবর দেবে। ২০৪০ সালের পরের কথা এখানে প্রকাশ পায়। ভবিষ্যতে কি কি হতে পারে এমন সব আজব কথা নিয়ে এই ওয়েবসাইট।
এই ওয়েবসাইট চার্চের মলাস্কা গোত্রীয় প্রণীদের খাওয়ায় যে বিরোধ আছে তা নিয়ে কৌতুকাবহ পোস্ট রয়েছে।
আমি এ ব্যাপারে কিছুই বলবো না। নিজে ক্লিক করেই দেখুন।
অফুরন্ত আনন্দ। আপনি যদি পাঁকাল মাছ দিয়ে থাপড়ানো পছন্দ করে থাকেন তবে এটা আপনাকে আনন্দ দেবে।
হতে পারে এই সাইটের নির্মাতাগণ খুবই মেধাসম্পন্ন অথবা তাদের হাতে অফুরন্ত ফালতু সময় ছিল। কিছুক্ষণ এই সাইটটিতে থাকলেই তা বুঝতে পারবেন।
কার এটা প্রয়োজন নয়! যদি এমন হতো যে, আপনার দেখাশোনা করার জন্য ইমারজেন্সি কিছু আছে তবে লিখে রাখুন এটাই সেই উপযুক্ত ওয়েবসাইট!
১০. anasomnia.com
অনেকটা ছমছমে ধরণের কিন্তু প্রচুর আনন্দেরও উৎস। চিন্তা করবেন না এখানে কোনো লাফ দেয়ার ভয় নেই। শুধু একটু অস্বস্তি থাকতে পারে।
এটি আসলেই একটি দারুন সাইট! এ সাইটটি মানুষের ইশারা বুঝতে পারে এবং সেই ইশারা অনিযায়ী ছবি তৈরি করে যা আপনার ইশারাকে অনুকরণ করে।
যদি আগের ওয়েবসাইটগুলো আপনার মধ্যে বিরক্তি তৈরি না করে, তবে আপনি এই ওয়েবসাইটটিতে ঢুকুন   যেখানে শুধু ক্লিক করলেই দুনিয়ার যতসব ফালতু জিনিস আপনার সামনে চলে আসবে!
১৩. essaytyper.com
এই ওয়েবসাইট খুব সহজেই রচনা লিখে দিবে! সাইটটির নাম তো তাই বলছে। কি ভাবছেন, এটা তখন কেন ছিল না, যখন আপনি স্কুলে পড়তেন। তাহলে আগেই বলে রাখি, নামের সঙ্গে সাইটটির কিন্তু কাজের মিল নেই।
এটি এমন একটি ওয়েবসাইট যেখানে পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষের ভালোবাসা মিশ্রিত হাজার হাজার ভিডিও আছে, পৃথিবীর সকল একাকী মানুষকে ভালোবাসার অনুভব যোগান দেয়!
১৫. zoomquilt.org
আপনি এই ওয়েবসাইটটিতে ঢুকলে অবাক হবেন। এটিতে এমন কিছু চিত্রকর্ম আছে যা শুধু আপনাকে অবাক করবে না বরং তার মধ্যে আপনাকে ডুবিয়ে ফেলবে।
১৬. rainymood.com
ধরেন আপনি বৃষ্টি উপভোগ করতে চান। তবে এখনই এই ওয়েবসাইটে যান যেখানে আপনি বিদ্যুৎ চমকানোর শব্দ শুনতে পারবেন।
১৭. haneke.net
এখানে আসলে কি হয় তা ঠিক করে বলা যায় না। কিন্তু ধরে নেওয়া হয় এটি মানুষের জন্য একটি ভালো শরীরচর্চার বিষয়!
এখানে আসলে কী হয় তা ভাষায় প্রকাশ করা যায় না। তবে যাই হোক না কেন এটি আপনাকে আনন্দ দিবে। এখনই এ সাইটটি ব্রাইজ করুন।
আপনি যখনি এটিতে ঢুকবেন তখনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। আপনি অবশ্যই এই সাইটটি পছন্দ করবেন।
২০. hristu.net
এখানে এমন কিছু আছে যা দেখার জন্য আমরা বেঁচে আছি!

No comments

Leave a comment to inspire us.

Powered by Blogger.