স্পেস স্টেশনে বাঁধাকপির চাষ করলেন মহাকাশচারী
একমাসের কঠোর পরিশ্রম। নানা পরীক্ষা-নিরীক্ষা।অবশেষে আন্তর্জাতিক স্পেস স্টেশনে বাঁধাকপি ফলিয়েছেন মার্কিন এক মহাকাশচারী। তবে সেটি চীনা বাঁধাকপি। আর এই অভূতপূর্ব কাজ করে তাক লাগিয়ে দিয়েছেন মহাকাশচারী পেগি হুইটসন।
মহাকাশের আলোয় অনেক সময়ই শস্যের টেস্ট নষ্ট হয়ে যায় বলে দাবি করেন মহাকাশচারীরা।হট সস, মধু অথবা সয়া সস মিশিয়ে টেস্ট আনতে হয়।কিন্তু এই চীনা বাঁধাকপির টেস্টই আলাদা।
এর পর এক বিরল প্রজাতির ছোট্ট ফুল ফোটানোর চেষ্টা চলছে মহাকাশে।নামটি তার আরাবিডপসিস। গাছেরও তো প্রাণ আছে।এই পৃথিবীর বাইরে তারা কীভাবে মানিয়ে নিতে পারে, তারই পরীক্ষা চলছে। অনবরত।এরপর থেকে মহাকাশচারীরা যখন মহাকাশে পাড়ি দেবেন, তখন এখান থেকেই যাতে গাছগাছালি নিয়ে যাওয়া যায়, তারই চেষ্টা চলছে।এবার তাই শুধু বাঁধাকপিই নয়, মহাকাশে ফুলকপি, শিম, মটরশুঁটি, বিট, গাজরের চাষ হলেও আশ্চর্যের কিছু থাকবে না।
তথ্যসূত্র- ভি ভি ক্যাট ডট কম
No comments
Leave a comment to inspire us.