এক মাসে ১০ টি শনিবার তাও আবার ফেব্রুয়ারি মাসে
লেখাটির শিরোনাম দেখে নিশ্চয়ই অনেক অবাক হয়েছেন।হবারই কথা।এক মাসে আবার ১০ টা শনিবার হয় নাকি?তা সেটা যে মাসেই হোক না কেন?যাই হোক এবার দেখি কেন এই রকম উদ্ভট কথা?
আমরা জানি পৃথিবীর একদিকে যখন দুপুরের সূর্যের কারনে আমাদের মাথা গরম হয়ে যায়, পৃথিবীর অন্য প্রান্তে তখন নিঝুম রাত।কিন্তু আমরা যদি রাত বারটার আগে এখান থেকে যাত্রা শুরু করে হঠাৎ করে ঐ প্রান্তে চলে যাই তবে যাবার সময় যদি শনিবার হয়,যাবার পড়ে কি শনিবারই থাকবে নাকি রবিবার হবে?আর এই প্রশ্নের উত্তর দেবার জন্যই বেরিং প্রণালী আর প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ১৮০ ডিগ্রি মধ্যরেখা ধরে একটা কল্পিত রেখা টানা টানা হয়েছে।এটার নাম হল আন্তর্জাতিক তারিখ রেখা।এখন আমরা যদি এই রেখার এই প্রান্তে থাকতে শনিবারে থাকি তবে সেটা পার হলেই আমরা রবিবারে চলে যাব।তাই এই রেখাটা কোন স্থলভাগের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়নি,যাতে একই জায়গায় একসাথে ২ বার না হয়।তো এবার আসি ফেব্রুয়ারি মাস প্রসঙ্গে।কোন ফেব্রুয়ারি মাস যদি লিপ ইয়ারে পড়ে আর তার শুরু যদি হয় শনিবারে তবে ফেব্রুয়ারি মাসে সবথেকে বেশী হলেও ৫ টির বেশী শনিবার হওয়া সম্ভব না।তাহলে এখন প্রশ্ন ১০ টি কিভাবে সম্ভব?আচ্ছা ধরি, কোন জাহাজ সাইবেরিয়া থেকে আলাস্কা যাতায়াত করে এবং প্রতি শনিবার এশিয়ার তীর ছাড়ে।এখন ঐ জাহাজের নাবিক যদি কোন লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাসের ১ তারিখে শনিবারে জাহাজটিকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চালায় তবে সে তারিখ রেখা পার হবার কারনে প্রতি সপ্তাহে ২ টি করে শনিবার গুনবে।আর এভাবে সে ১০ টি পর্যন্ত শনিবার গুনতে পারবে।মানে তার সেই ফেব্রুয়ারি মাসে ১০ টি শনিবার আসবে।কিন্তু এর উল্টোটিও ঘটা সম্ভব।যদি সে নাবিক জাহাজটিকে একদিন আগে মানে শুক্রবারে ছাড়ে তবে সে সারা মাসে একটি শনিবারের দেখাও পাবে না।কি খুব বেশী অবাক হলেন?তবে যাই হোক আমি হলে কিন্তু জাহাজ শুক্রবারেই ছাড়ব।এত শনিবারের আমার কোন দরকার নেই।
আমরা জানি পৃথিবীর একদিকে যখন দুপুরের সূর্যের কারনে আমাদের মাথা গরম হয়ে যায়, পৃথিবীর অন্য প্রান্তে তখন নিঝুম রাত।কিন্তু আমরা যদি রাত বারটার আগে এখান থেকে যাত্রা শুরু করে হঠাৎ করে ঐ প্রান্তে চলে যাই তবে যাবার সময় যদি শনিবার হয়,যাবার পড়ে কি শনিবারই থাকবে নাকি রবিবার হবে?আর এই প্রশ্নের উত্তর দেবার জন্যই বেরিং প্রণালী আর প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ১৮০ ডিগ্রি মধ্যরেখা ধরে একটা কল্পিত রেখা টানা টানা হয়েছে।এটার নাম হল আন্তর্জাতিক তারিখ রেখা।এখন আমরা যদি এই রেখার এই প্রান্তে থাকতে শনিবারে থাকি তবে সেটা পার হলেই আমরা রবিবারে চলে যাব।তাই এই রেখাটা কোন স্থলভাগের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়নি,যাতে একই জায়গায় একসাথে ২ বার না হয়।তো এবার আসি ফেব্রুয়ারি মাস প্রসঙ্গে।কোন ফেব্রুয়ারি মাস যদি লিপ ইয়ারে পড়ে আর তার শুরু যদি হয় শনিবারে তবে ফেব্রুয়ারি মাসে সবথেকে বেশী হলেও ৫ টির বেশী শনিবার হওয়া সম্ভব না।তাহলে এখন প্রশ্ন ১০ টি কিভাবে সম্ভব?আচ্ছা ধরি, কোন জাহাজ সাইবেরিয়া থেকে আলাস্কা যাতায়াত করে এবং প্রতি শনিবার এশিয়ার তীর ছাড়ে।এখন ঐ জাহাজের নাবিক যদি কোন লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাসের ১ তারিখে শনিবারে জাহাজটিকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চালায় তবে সে তারিখ রেখা পার হবার কারনে প্রতি সপ্তাহে ২ টি করে শনিবার গুনবে।আর এভাবে সে ১০ টি পর্যন্ত শনিবার গুনতে পারবে।মানে তার সেই ফেব্রুয়ারি মাসে ১০ টি শনিবার আসবে।কিন্তু এর উল্টোটিও ঘটা সম্ভব।যদি সে নাবিক জাহাজটিকে একদিন আগে মানে শুক্রবারে ছাড়ে তবে সে সারা মাসে একটি শনিবারের দেখাও পাবে না।কি খুব বেশী অবাক হলেন?তবে যাই হোক আমি হলে কিন্তু জাহাজ শুক্রবারেই ছাড়ব।এত শনিবারের আমার কোন দরকার নেই।
No comments
Leave a comment to inspire us.