মানুষ কেনো বাম হাতি হয়?
যাই হোক,এবার আসি কেন মানুষ বামহাতি হয় সে প্রসঙ্গে।এই বামহাতি হওয়া ব্যাপারটা আসলে পারিবারিক বা বংশগত।আর বংশগত হওয়া মানেই এটির সাথে আমাদের জিনের সম্পর্ক রয়েছে।২০০৭ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক LRRTM- 1 নামক একটি জিন সনাক্ত করেন।গঠন বিকারগ্রস্ত একটি শিশুর শরীর পরীক্ষা করার সময় তারা এটি খুজে পান।পরে দেখা যায় বামহাতি হবার পেছনে এই বিশেষ জিনটির যথেষ্ট অবদান রয়েছে।তারা আরও জানানঃ- "নিউরনগুলোর পারস্পারিক যোগাযোগের সাথেও এই জিনটির সম্পর্ক আছে।"তবে বিজ্ঞানীরা আরও একটি কারন ও খুজে পান।তা হল,যে মানুষের মস্তিস্ক বেশী অসামঞ্জস্যপূর্ণ তাদের বামহাতি হবার সম্ভবনা অনেক বেশী।এখানে বলে রাখা ভাল আমাদের সবার মধ্যেই এই অসামঞ্জস্যতা রয়েছে।তবে বামহাতিদের মধ্যে এটা অনেক বেশী।যাই হোক এ ব্যাপারে আরও ভাল জানতে হলে এ বিষয়ে আরও ভাল গবেষণা হওয়া দরকার।
No comments
Leave a comment to inspire us.