Header Ads

জাতীয় পরিচয় পত্রের নাম্বার এর অর্থ কি জেনে নিন এখান থেকে।


আমাদের অনেকের ই জাতীয় পরিচয় পত্র আছে। এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে অনেকে জানেন যেটা সম্পুর্ণ ভুল। এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র।আপনারা দেখবেন এটার নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি?

1. প্রথম ২টি সংখ্যা - জেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে। ঢাকার জন্য এই কোড ২৬।

2. পরবর্তী ১টি সংখ্যা – এটা আর এম ও (RMO) কোড।

• সিটি কর্পোরেশনের জন্য – ৯
• ক্যান্টনমেন্ট – ৫
• পৌরসভা – ২
• পল্লী এলাকা – ১
• পৌরসভার বাইরে শহর এলাকা -৩
• অন্যান্য – ৪

3. পরবর্তী ২টি সংখ্যা -এটা উপজেলা বা থানা কোড

4. পরবর্তী ২টি সংখ্যা – এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)

5. শেষ ৬ টি সংখ্যা - আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর।

বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল।

No comments

Leave a comment to inspire us.

Powered by Blogger.