Header Ads

নিষিদ্ধ ভিপিএন ব্যবহার করলে কি আমকে পুলিশ ধরবে?

আসসালামু আ’লাইকুম। প্রথমেই বলি সফটওয়্যার চলার সাথে VPN ব্যবহার করার সম্পর্ক আমি ঠিক ধরতে পারছি না। যাই হোক, আপনি বিদেশে থাকেন এবং সেখানে VPN নিষিদ্ধ, আপনি নিজেই লিখেছেন। তাহলে বুঝতেই পারছেন, সেটা আপনার জন্য কতখানি বিপজ্জনক। আর হ্যাঁ আপনি VPN ব্যবহার করেন, এটা ধরতে পারা অবশ্যই সম্ভব। বিদেশে থেকে এ ধরণের ঝুঁকি নেয়ার কোনো অর্থই হয় না। ধন্যবাদ।

No comments

Leave a comment to inspire us.

Powered by Blogger.