Header Ads

সেক্সট্যান্ট

সেক্সট্যান্ট কি?
দু’টি বস্তুর মধ্যকার কোণ নির্ণয়ে সেক্সট্যান্ট ব্যবহৃত হয়। উন্নতি কোণ বিশেষ করে গ্রহ নক্ষত্রের উন্নতি কোণ নির্ণয়ে সেক্সট্যান্টের ব্যবহার বেশি। ছয় ভাগের এক ভাগ (৩৬০ ডিগ্রী এর ছয় ভাগের একভাগ) বা ৬০ ডিগ্রী ঘুরতে পারে বলে একে সেক্সট্যান্ট বলে।
উন্নতি কোণ কি?
কোন পৃষ্ঠের কোন একটি বিন্দু থেকে ওপরে অবস্থিত কোন বিন্দুর যে কৌণিক দূরত্ব, তাই ঐ বিন্দুর উন্নতি কোণ।
এখানে OA পৃষ্ঠে দাঁড়ালে, O বিন্দুতে B এর উন্নতি কোণ হচ্ছে θ
উন্নতি কোণের প্রয়োজনীয়তা
উচ্চতা নির্ণয়: ত্রিকোণমিতির নিয়মানুসারে,
কাজেই OA জানা থাকলে উন্নতি কোণ ব্যবহার করেই উচ্চতা নির্ণয় করা যায়। এখন এভারেষ্টের উচ্চতা নির্ণয়ে উপগ্রহ বা স্যাটেলাইট ব্যবহার করা হলেও এভারেষ্টের উচ্চতা প্রথমে এভাবেই নির্ণয় করা হয়েছিল।
সমুদ্রে অবস্থান নির্ণয়: একইভাবে গ্রহ, নক্ষত্রের উন্নতি কোণও নির্ণয় করা যায়। সমুদ্রপৃষ্ঠে অবস্থান নির্ণয়ের জন্য এখন স্যাটেলাইটনির্ভর জিপিএস ব্যবহৃত হলেও আগে উন্নতি কোণ, বিশেষ করে ধ্রুবতারার উন্নতি কোণের সাহায্য নেয়া হত।
দ্বিমাত্রিক ক্ষেত্রে দু’টি স্থানাংকের মাধ্যমে যেভাবে কোন বিন্দুর অবস্থান চিহ্নিত করা যায়। পৃথিবীপৃষ্ঠেও কোন স্থান সম্পর্কে বলতে গেলে দু’টি স্থানাংক প্রয়োজন। এ দু’টি হল অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ জানতে ক্রনোমিটার নামক সূক্ষ্ম ঘড়ির সাহায্য নিতে হয়। আর অংক্ষাংশ নির্ণয়ের জন্য বিভিন্ন পদ্ধতি থাকলেও নির্ভরযোগ্য পদ্ধতি হল সূর্য বা ধ্রুবতারার উন্নতি কোণ নির্ণয় করা।
ধ্রুবতারার সাহায্যে অবস্থান নির্ণয়
বিষুবরেখার আবস্থান হল ০ ডিগ্রী, এ অবস্থানে ধ্রুবতারাকে দিগন্ত রেখায় দেখা যায়। অর্থাৎ উন্নতি কোণ ০ ডিগ্রী। উত্তর দিকে যত এগোনো যায়, উন্নতি কোণ ততই বাড়তে থাকে। উত্তর মেরুতে ধ্রুবতার অবস্থান ঠিক ওপরে, অর্থাৎ উন্নতি কোণ ৯০ ডিগ্রী।  কাজেই ধ্রুবতার উন্নতি কোণ নির্ণয়ের মাধ্যমে উত্তর গোর্লার্ধে অক্ষাংশ নির্ণয় করা যায়। তবে রাতের বেলায় মেঘমুক্ত আকাশেই কেবল এ পদ্ধতি কাজ করে।
দক্ষিণ গোলার্ধে
দক্ষিণ গোলার্ধে ধ্রুবতারার এ নিয়মটি প্রযোজ্য নয়। তবে এখানে হ্যাডলির অকট্যান্ট নামক আরেকটি তারার মাধ্যমে একই পদ্ধতিতে অক্ষাংশ নির্ণয় করা যায়।
কাজেই ক্রনোমিটারের সাহায্যে দ্রাঘিমাংশ এবং সেক্সট্যান্টের সাহায্যে অক্ষাংশ, এভাবে পৃথিবীপৃষ্ঠে অবস্থান নির্ণয় করা যায়। পূর্বে যখন স্যাটেলাইটের জিপিএস ব্যবস্থা ছিল না, তখন অকূল সমুদ্রে নাবিকরা এ পদ্ধতিই ব্যবহার করতেন।
সূর্যের সাহায্যে অক্ষাংশ নির্ণয়
সূর্যের উন্নতি কোণ পরিমাপ করেও অক্ষাংশ নির্ণয় করা যায়। তবে সূর্যের উন্নতি কোণই অক্ষাংশ নয়। আরও কিছু গাণিতিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। উত্তর ও দক্ষিণ গোলার্ধে এই হিসেবটা আলাদা।
সেক্সট্যান্টের সাহায্যে উন্নতি কোণ নির্ণয়
মনে করা যাক, আকাশের কোন বস্তুর উন্নতি কোণ নির্ণয় করা হবে। এক্ষেত্রে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করা হবে। B একটি পূর্ণরৌপ্যায়িত আয়না এবং A অর্ধরৌপ্যায়িত আয়না।  L এর অবস্থান পরিবর্তনের মাধ্যমে দিগন্ত রেখা বরাবর সূর্যের প্রতিবিম্ব তৈরি করা হয় এবং টেলিস্কোপের মাধ্যমে সেটি পর্যবেক্ষণ করা হয়।
L একটি স্কেলের ওপর দিয়ে চলে, যেখান থেকে উন্নতি কোণের পাঠ নেয়া হয়। এভাবে যেকোন কিছুর উন্নতি কোণ নির্ণয় করা যায়।
সতর্কতা
সূর্যের উন্নতি কোণ নির্ণয়ের সময়ে প্রতিটি দর্পণে বিশেষ ফিল্টার ব্যবহার করতে হয়। সূর্যের আলো এক মুহূর্তের জন্যও টেলিস্কোপের মধ্যে দিয়ে চোখে পড়লে সেটা ক্ষতিকর হতে পারে। ফ্রাইং প্যানের ডিমের মত অবস্থা হতে পারে চোখের।

No comments

Leave a comment to inspire us.

Powered by Blogger.