Header Ads

ফেসবুকে যে ব্যক্তিকে কখনো ব্লক করা যাবে না!


ফেসবুক ব্যবহার করেন না এমন কাউকে বোধহয় আজকাল পাওয়া মুশকিল। দিনরাত ফ্রেন্ড রিকোয়েস্ট, লাইকের ভিড় বা কখনো ভালো ভালো কমেন্টের ঝলক সব কিছুই থাকে ফেসবুক ওয়ালে। সেই ফেসবুকের জন্মদাতা কে বা কবে এই সামাজিক মাধ্যম বানানো হয়েছিল এই সকল বিষয় প্রায় সবাই জানেন। কিন্তু এ ছাড়াও ফেসবুকের অন্দরমহলে রয়েছে বেশ কিছু মজার কাহিনি। তার মধ্যে এমন একজন রয়েছে যাকে চেষ্টা করলেও ব্লক করতে পারবেন না ফেসবুক থেকে।


১. মার্ক জাকারবার্ক যিনি ফেসবুকের জনক। তাকে হাজার চেষ্টা করলেও ব্লক করতে পারবেন না। অবশ্যই তিনি ফেসবুকের জনক বলে একটু বেশিই সুবিধা পান। 

২. আপনার ফেসবুকে প্রায় ৩০ মিলিয়ন মৃত মানুষ রয়েছে। যারা হয়তো আপনার ফ্রেন্ড লিস্টেই রয়েছে। 

৩. ৬ লাখ ফেসবুক হ্যাকার রোজ চেষ্টা করে যাচ্ছে আপনার ফেসবুক হ্যাক করার জন্য।
সত্যি সংখ্যাটা একটু বেশিই!

৪. চীনের কেউ ফেসবুক ব্যবহার করতে পারেনা। কারণ এই দেশে ব্লক করা রয়েছে ফেসবুক। 

৫. ফেসবুক আপনাকে সব সময় ট্র্যাক করে আপনি কোন সাইট-এ গেলেন বা কি সার্চ করলেন এমনকি আপনি আপনার ফেসবুক অফ করার পরও এই ট্র্যাকিং চালিয়ে যায় ফেসবুক কর্তৃপক্ষ।


কালের কণ্ঠ অনলাইন

No comments

Leave a comment to inspire us.

Powered by Blogger.