Header Ads

কিভাবে একটি জিমেইল একাউন্ট খুলবেন?জেনে নিন এখান থেকে।


বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে যোগাযোগের মাধ্যম হিসেবে ইন্টারনেট একটি যুগান্তকারী সাফল্য, যা বিশ্বকে এনে দিয়েছে মানুষের হাতের মুঠোয়। যদি আপনার কাছে থাকে ইন্টারনেট সংযোগ তাহলে নিমেষেই আপনি যেকোনো তথ্য পাঠাতে পারেন পৃথিবীর যেকোনো দেশের যেকোনো প্রান্তে। পূর্বে  কোন তথ্য পাঠানোর জন্য আমরা সাহায্য নিয়েছি ডাক ব্যবস্থার যা ছিল সময় সাপেক্ষ ব্যপার। আর এখন ইন্টারনেটের ফলশ্রুতিতে এই ডাক ব্যবস্থা এখন আপনার ঘরে অথবা আপনার পকেটে বয়ে বেরাতে পারবেন।
হ্যাঁ আমরা কথা বলছি বর্তমান সময়ের বহুল ব্যবহৃত যোগাযোগের মাধ্যম E-mail সম্পর্কে, যার পূর্ণ নাম ইলেকট্রনিক মেইল। যার মাধ্যমে আপনি যেকোনো ডকুমেন্ট বা তথ্য পাঠাতে পারেন যে কোন দেশের যে কোন স্থানে যে কোন সময়। আর এই দ্রুততম ডাক ব্যবস্থা অর্থাৎ ইমেইলের সুযোগ সুবিধা গুলো পেতে চাইলে প্রয়োজন হয় একটি অ্যাকাউন্ট খোলার। আর তাই যারা ইমেইল অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু জানেন না কিভাবে ইমেইল অ্যাকাউন্ট খুলতে হয় তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। চলুন তাহলে ধাপে ধাপে জেনে নেয়া যাক কিভাবে ইমেইল অ্যাকাউন্ট খুলতে হয়।
ইমেইল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার কিছু বিষয় প্রয়োজন হবে যেমনঃ ইন্টারনেট সংযোগ, কম্পিউটার অথবা স্মার্ট ফোন, আপনার প্রয়োজনীয় কিছু তথ্য যা ইমেইল অ্যাকাউন্ট খোলার জন্য একান্ত প্রয়োজন। যদি এইগুলো আপনার সংগ্রহে থাকে তাহলে আর দেরি না করে চলুন পরবর্তী ধাপ গুলো জেনে নেয়া যাক।
ইন্টারনেট সংযোগ চালু করে যে কোন একটি ওয়েব ব্রাউজার (Mozilla,Chrome,Opera,Uc,Safari,Dolphin ইত্যাদি) ওপেন করুন। তারপর এড্রেস বারে লিখুন gmail.com এবং ইন্টার চাপুন ।
gmail.com এ ভিজিট করার পরে নিচের চিত্রের ন্যায় একটি পেজ ওপেন হবে।
More options এ ক্লিক করুন।
More options এ ক্লিক করার পরে আপনি দুইটা অপশন পাবেন।
একাউন্ট খোলার জন্য আপনাকে Create account অপশন এ ক্লিক করতে হবে।
Create account ক্লিক করার পরে নিচের চিত্রের মত একটি পেজ ওপেন হবে।
একাউন্ট খোলার জন্য নিম্নোক্ত ভাবে আপনার তথ্যগুলো পুরন করুন
১। আপনার নামের প্রথম এবং দ্বিতীয় অংশ লিখুন।
২। আপনার কাঙ্ক্ষিত ইমেইলের ইউজারনেম বাছাই করুন। অর্থাৎ @gmail.com এর পূর্বের অংশটুকু বাছাই করুন। ফাকা থাকা সাপেক্ষে আপনি ইউজারনেম টি পেতে পারেন।
৩। পাসওয়ার্ড প্রবেশ করুন
৪। আবারও একই পাসওয়ার্ড প্রবেশ করুন
৫। জন্ম তারিখ বাছাই করুন।
৬। লিঙ্গ বাছাই করুন।
৭। আপনার ওপেন মোবাইল নাম্বার প্রবেশ করুন।
৮। আপনার বর্তমান ইমেইল আইডি লিখুন (যদি থাকে)
৯। আপনার দেশ বাছাই করুন।
১০। সব শেষে Next step বাটনে ক্লিক করুন। এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।
Next step এ ক্লিক করলে এই রকম একটা পেজ আসবে। নিচের তীর চিহ্নের উপরে ক্লিক করতে থাকুন যতক্ষন না I Agree লিখা দেখতে পান।
I Agree বাটনে ক্লিক করুন
এখানে আপনার প্রবেশকৃত মোবাইল নাম্বারটি দেখতে পাবেন।
Continue বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে কোড সহ একটা ম্যাসেজ আসবে।
ম্যাসেজের মাধ্যমে প্রাপ্ত কোড টি এখানে বসান এবং Continue বাটনে ক্লিক করুন।
সবকিছু ঠিক থাকলে আপনার জিমেইল একাউন্ট টি তৈরি হয়ে যাবে এবং আপনি gmail.com এ ভিজিট করে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড প্রবেশ করে আপনার একাউন্ট এ সাইন ইন করতে পারবেন এবং আপনার জিমেইল একাউন্ট পরিচালনা করতে পারবেন।
লিখা টি (টিউটোরিয়াল টি) পিডিএফ আকারে পেতে এখানে ক্লিক করুন।
একাউন্ট খুলতে কোন সমস্যা দেখা দিলে কমেন্ট করুন। ইন্সট্যাট রিপ্লাই পেতে যোগাযোগ করুন ফেসবুকে।

1 comment:

Leave a comment to inspire us.

Powered by Blogger.