Header Ads

ইন্টারনেটে মজার সময় কাটাতে বিশ্বসেরা ১০টি ওয়েবসাইট

ইন্টারনেট যারা একঘেয়েমিতা দূর করতে অবসর সময় কাঁটাতে ব্যবহার করে থাকেন তাঁরা প্রায় সকলেই ফেসবুক ও টুইটারের নিউজফিডের উপর চোখ বুলিয়েই সময় পার করে দেন। কিন্তু তাঁরা অনেকেই জানেনই না যে, ফেসবুক ও টুইটারের বাইরে একঘেয়েমিতা বা অবসর সময় কাঁটাতে রয়েছে মজার বেশকিছু ওয়েবসাইট। যেসকল ওয়েবসাইট  ফেসবুক ও টুইটারে সময় পার করে বিরক্ত একজন মানুষকে নিয়ে যাবে একঘেয়েমিতা থেকে মজার এক দুনিয়ায়।
একঘেয়েমিতা বা অবসর সময় কাঁটানোর বিশ্বসেরা ১০ মজার ওয়েবসাইট


ওয়েবসাইটি ভাচুয়াল থ্রিডি এর  সাহায্যে এভারেস্ট এর সমগ্র উচ্চতায় নিয়ে যাবে আপনাকে ।


ওয়েবসাইটি থেকে আপনি হেডফোন ব্যবহার করে আপনার চারপাশের পরিবেশ আপনার পছন্দ মত নিবাচন করে নিতে পারবেন। 


ওয়েবসাইটিতে সমগ্র ফেসবুক ব্যবহারকারীর (১.২ বিলিয়ন) প্রোফাইল পিকচার আপলোড করা থাকে যা থেকে অবসরে আপনি নিজের পিকচার  খোঁজ করতে পারেন।


ওয়েবসাইটিতে রিডার সমাধান করতে হয় অদ্ভুদ আওয়াজ ও পরিবেশের উপর ভিত্তি করে।


ওয়েবসাইটি আপনার অনুভূতি বুঝতে সাহায্য করবে এবং আপনি যেকোন বিরক্তিকর কিছু জানতে চাইতে পারেন।


ওয়েবসাইটিতে মহাজগতের ছোট ছোট অংশ দেখাবে আপনাকে।


ওয়েবসাইটি থেকে আপনি রাস্তায় বাস অথবা গাড়ি ড্রাইভ করতে পারবেন।


ওয়েবসাইটি থেকে উপগ্রহের সবচেয়ে সেরা ছবিগুলো দেখতে পারেন।

 9-Eyes

ওয়েবসাইটি থেকে মজার বাস্তায় ঘটা ছবি দেখা যায়।


ওয়েবসাইটি থেকে কী ছাড়া যথাস্থানে আঘাত করে পিয়ানো বাজাতে পারবেন।

No comments

Leave a comment to inspire us.

Powered by Blogger.